রাজধানীর পান্থপথে হোটেল সুন্দরবন পরিদর্শন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস। বুধবার সকাল ১১টার কিছু পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে ঘটনা স্থলে আসেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। ফায়ার সার্ভিসের পরিচালক (মেনটেন) শাকিল নেওয়াজ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ঘটনাস্থল দ্রুত পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর একটু পরই তারা ঘটনাস্থলে পৌছান। প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল সুন্দরবনের সঙ্গে লাগোয়া উত্তর পাশের খালি জমিতে বর্ধিত ভবন নির্মাণের জন্য করা বড় গর্তে হঠাৎ করে রাস্তার একটি অংশ দেবে যায়। এসময় রাস্তার পাশের ছোট ঝুপড়ি দোকান ও শ্রমিকদের জন্য নির্মিত শেড ভেঙে পড়ে। এছাড়া হোটেল ভবনের নিচ থেকে অনবরত মাটি সরে এসে পড়তে থাকে গর্তে। মাটি সরে গিয়ে ভবনের নিচে বিশাল অংশ ফাঁপা হয়ে গেছে। যেকোনো মুহূর্তে হোটেল ভবনটি ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি (কন্ট্রোল) এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এরমধ্যে হোটেল সুন্দরবন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হোটেলটির ধস ঠেকাতে চলছে তোড়জোড়। এএসএস/এএইচ/এমএস
Advertisement