আইন-আদালত

সিরিজ বোমা হামলা : সাজা কমলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির

সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীর বিরুদ্ধে বিচারিক (নিন্ম) আদালতের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

এ বিষয়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

আদালতে আজ আসামি পক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাক বাংলোর সামনে ও পালং বাজারে সারাদেশের মতো একযোগে বোমা হামলা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি ওই দু’জনকে মৃত্যুদণ্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত। 

Advertisement

এফএইচ/জেএইচ/পিআর