দেশজুড়ে

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশেদ (২৬) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্য। এসময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ রাশেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার চর চামিতা গ্রামের আবুল খায়েরের ছেলে।আহতরা হলেন, গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিচালক (এসআই) আবুল বাশার, কনস্টেবল বাহার উদ্দিন ও দেলোয়ার হোসেন। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, বাশার বাহিনীর সদস্যরা রাতে মটবী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পুলিশও আত্নরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে রাশেদ নামে ওই বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি রকেট লাঞ্চার, ৪ রাউন্ড গুলি ও ৪টি চাপাতি উদ্ধার করা হয়। কাজল কায়েস/এসএস/এমএস

Advertisement