২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
Advertisement
সোমবার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে নিজের তৃতীয় এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।
বাজেটে প্রস্তাবিত রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা ও অন্যান্য আয় ধরা হয়েছে ১১ কোটি ১২ লাখ টাকা। এছাড়া সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ২ হাজার ১২৮ কোটি ৫৯ লাখ টাকা।
রাজস্ব ব্যয় বাজেটের সমান ধরা হয়েছে। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৬৮ কোটি ৪১ লাখ টাকা।
Advertisement
বাজেটে সর্বাধিক রাজস্ব আয় ধরা হয়েছে হোল্ডিং, পরিচ্ছন্নতা ও লাইটিং থেকে ৫১৫ কোটি টাকা।
গত অর্থবছরে ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল ডিএসসিসি।
এএস/এসআর/জেআইএম
Advertisement