ভারতের সিরিয়াল কিলার সুরিন্দর কোলির ফাঁসি স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার তার ফাঁসির দিন নির্ধারিত ছিল। চূড়ান্ত আপিলের শুনানির জন্য সোমবার তার ফাঁসি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।রিম্পা হালদার নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে হত্যার অভিযোগে ২০০৯ সালে সুরিন্দর কোলি ও তার নিয়োগদাতা মনিন্দর সিং পান্ডারকে অভিযুক্ত করা হয়। পরে মনিন্দর উচ্চ আদালত থেকে মুক্তি পান।২০০৭ সালে যে বাড়িতে মালিক মনিন্দরের অধীনে কর্মচারী ছিলেন কোলি, সে বাড়ির কাছেই রিম্পা হালদারের মৃতদেহের কিছু টুকরা পাওয়া যায়। এছাড়া আরও ১৮ তরুণী ও শিশুর লাশের টুকরা ব্যাগভর্তি অবস্থায় পাওয়া যায় কোলির ঘরে। নয়াদিল্লির ওই বাড়ি থেকে কোলিকে গ্রেফতার করে পুলিশ।পরে আদালতে কোলি স্বীকার করে, শিশুদের চকলেট ও মিষ্টি দিয়ে ঘরে নিয়ে আসত সে। এরপর ধর্ষণ করে তাদের হত্যা করা হতো।কোলি আদালতে আরও বলে, হত্যার পরও সে মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ অনুভব করত। এবং শুধু তাই নয়, পরে লাশকে কেটে টুকরো টুকরো করে সেই মাংস ভক্ষণ করত।পুলিশের তথ্য মতে, কোলি অন্তত ১৯ নারী ও শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে শিশু অপহরণ, হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। সূত্র : বিবিসি।
Advertisement