নাটোরে একটি ওষুধ কোম্পানীর কর্মকর্তা তোফায়েল হোসেনকে অপহরণের ৬ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোরের নলডাঙ্গা বাজার থেকে তাকে অপহরণ করা হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার মলিকহাটী ঘোষপাড়া এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে। তোফায়েল হোসেন নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপতিল গ্রামের জাফের আলীর ছেলে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও অপহৃতের স্ত্রী মাসুদা পারভীন মনি জানায়, দুপরে বাড়ী থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে নাটোরের নলডাঙ্গা বাজারে যায়। এসময় তিনজন ব্যক্তি তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে অন্য একটি মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে নাটোর শহরের মলিকহাটী ঘোষপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে আটকে রাখে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে একলাখ টাকা মুক্তিপন দাবী করে। বিষয়টি নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ মোবাইল ফোনের সুত্র ধরে মলিকহাটী ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা ছয়টার দিকে তাকে উদ্ধার করে এবং তিন অপহরণকারীকে আটক করে। আটককৃতরা হলেন মলিকহাটী এলাকার নওফের আলীর ছেলে সজীব হোসেন, কানাইখালী এলাকার আলাউদ্দিন শেখের ছেলে জাহিদুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সেলিম রেজা। এঘটনায় আটকৃতদের নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মাহবুব হোসেন/এআরএস
Advertisement