তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নজরুল বিশ্বের বিরুদ্ধে সংগ্রাম করে বাঙালিদের মুক্তির পথ দেখিয়েছেন, সেই ধারাবাহিকতায় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর হাত ধরে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। কিন্তু, আজকে সেই বাংলাদেশকে আগুন সন্ত্রাসীদের চক্রান্তের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের আবারও নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চে আয়োজিত তিনদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, নজরুল ছিলেন বিদ্রোহী, সাম্য ও মানবতার কবি। তিনি সাম্প্রদায়িকতা, শোষন ও মৌলবাদের ঘোর বিরোধী ছিলেন। তিনি ছিলেন দ্রোহের ও ভালোবাসার কবি। যিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। ঢাকা বিভাগীয় কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির, সাবেক এমপি অ্যাডভোকেট রেজা আলী, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। পরে প্রধান অতিথি হাসানুল হক ইনু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন গবেষক অধ্যাপক যতীন সরকার ও অধ্যাপক শাস্তুনু কায়সার। এদিকে তিনদিনব্যাপী জন্মজয়ন্তীকে ঘিরে নজরুল মঞ্চ, নজরুল একাডেমি মাঠ ও নামাপাড়া কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ নজরুল ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখরিত। উপচেপড়া ভিড় নজরুল গ্রামীণ ও বই মেলায়। পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। আতাউল করিম খোকন/এমএএস/এআরএস
Advertisement