ক্যাম্পাস

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কার্যালয়ে ইউজিসি’র নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এর সঙ্গে মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় তার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর, ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মহব্বত খান ও অধ্যাপক ড. আখতার হোসেন উপস্থিত ছিলেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেশনজট নিরসন, শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ আইটিভিত্তিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে এ পর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ইউজিসি’র নেতৃত্বে শিক্ষার সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতাসহ এক সঙ্গে কাজ করতে উভয় পক্ষ অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর টিকিউ আই-২ প্রজেক্টের আওতায় এডিপি’র অর্থায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কতিপয় টিচার্স ট্রেনিং কলেজে অংক, ইংরেজি ও বিজ্ঞানের ৩ টিসহ মোট ৫ টি বিষয়ে বিএড (অনার্স) বিশেষায়িত ডিগ্রি প্রোগ্রাম প্রবর্তন নিয়ে আলোচনা হয়।মো. আমিনুল ইসলাম/এসএস/আরআই

Advertisement