দেশজুড়ে

রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া উইনিয়নে পাহাড়ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

Advertisement

প্রায় ৪০টি ফেসবুকভিত্তিক ভ্রমণ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ ট্রাভেলার্স স্পোর্টস’র মাধ্যমে “কাঁদছে পাহাড় কাঁদছে মানুষ”র ব্যানারে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। সংগঠনের মোট সাতজন স্বেচ্ছাসেবক ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন।

রোববার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া উইনিয়নের আলিখং, উলুছড়ি, তক্তানালা, ওরাছড়ি, গোয়াইনছড়ি, টাংগোইতাং, ফারুয়া বাজার, এগুজ্যাছড়ি, শুক্করছড়ি, জরুলছড়ি, যমুনাছড়ি গ্রামের মোট ৪৫০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

কাঁদছে পাহাড় কাঁদছে মানুষ সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেছে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও সেনাবাহিনী।

Advertisement

গত মাসে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটিতে পাহাড়ধসের ঘটনায় দেড়শতাধিক মানুষের প্রাণহানি হয়।

এএম/পিআর