এক ঘন্টার নাটক ‘ব্রাদার্স’ প্রচার হয়েছিল ২০১৫ সালের ঈদুল আজহায়। দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি বানিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। এই নির্মাতা তিন বছর পর ‘ব্রাদার্স’র সিক্যুয়ালে নির্মিত হতে যাচ্ছেন ‘ব্রাদার্স-২’।
Advertisement
আগের কিস্তিতে অভিনয় করেছিলেন জোভান, শাওন ও নাদিয়া। এবারে ব্রাদার্স-২ তে জোভান, শাওন থাকলেও নাদিয়া থাকছেন না। তার পরিবর্তে আসছেন আনিকা কবির শখ।
জাগো নিউজকে নির্মাতা বান্নাহ বলেন, ‘ব্রাদার্স’ নাটক ছিল দুই ভাইয়ের গল্প নিয়ে। এবারের নতুন কিস্তিতেও একই চরিত্র থাকবে, কিন্তু গল্প হবে আলাদা।’
তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যেকোনো প্রডাকশনে সিক্যুয়ালের কাজে প্রথমটি থেকে দ্বিতীয়টি আলোচিত কম হয়। আমি চেষ্টা করবো আমার এই সিক্যুয়ালটি যেন প্রথমটি থেকে ভালো হয়। সেরা গল্পটা বাঁচাই করার জন্য লম্বা সময় নিয়েছি। আশা করছি ভালো কিছু পাবেন দর্শকরা।’
Advertisement
কথায় কথায় বান্নাহ বলেন, ‘প্রাথমিকভাবে ‘ব্রাদার্স-২’ নাম নির্ধারণ করেছি। পরে নামে পরিবর্তন আসতে পারে। এছাড়া নাটকে থাকবে একটি গান। যেটি গাইবেন তামিম মৃধা। এই নাটকটির শুটিং শুরু হবে আগামী ২৮ ও ২৯ জুলাই।’
‘ব্রাদার্স’র সিকুয়্যালে নির্মিত এই নাটকটি নিয়ে জোভান জাগো নিউজকে বলেন, ‘ব্রাদার্স’ নাটকে যখন আমি কাজ করেছি তখন সিঙ্গেল নাটকে কাজ করতাম না। বান্নাহ ভাই আমার উপর ভরসা করে রিস্ক নিয়ে কাস্ট করেছিলেন। চরিত্রটাও অনেক চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছিলাম ভালো ভাবে কাজটি করে সফলতা পাবান জন্য, পেয়েছিলাম।’ তিনি বলেন, ‘এবারের সিক্যুয়ালের এই কাজটির গল্পের থিম আমি শুনেছি, স্ক্রিপ্ট এখনো হাতে পাইনি। গল্প শুনে ভালো লেগেছে।’
‘ব্রাদার্স-২’ নাটকের গল্পকার ফাহাদ আল মুক্তাদির। এই নাটকটি প্রযোজনা করছে নোমান ফিল্মস। ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে ‘ব্রাদার্স-২’ প্রচার হবে বলে জানা গেছে। এনই/এলএ
Advertisement