জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে অংশ নিতে চায় ৫ কোম্পানি

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সিস্টেম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের জন্য পাঁচটি বিদেশি কোম্পানি দরপত্রে অংশগ্রহণ করেছে। কোম্পানিগুলো হলো যুক্তরাষ্ট্রভিত্তিক বোয়েইং, কানাডিয়ান কোম্পানি টেলুস অ্যান্ড অরবিট, ফ্রান্সের এমডিএ কর্পোরেশন এবং চীনের গ্রেট ওয়াল ইন্ড্রাস্ট্রি কর্পোরেশন (সিজিডব্লিউআইসি)।কোম্পানিগুলো দরপত্রে অংশগ্রহণের প্রয়োজনীয় কাগজপত্র ক্রয় করেছে বলে মঙ্গলবার বাংলাদেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকের বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টেলিকমপেপার এ সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করেছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোসের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি সংবাদ পরিবেশন করে।খবরে বলা হয়, দরপত্র দাখিলের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য শেষ তারিখ ছিল রোববার। তবে দরপত্র খোলার জন্য ২ জুনের পরিবর্তে আগামী ১৮ জুন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সুনীল কান্তি বোস। সুনীল কান্তি জানান, ৪৬তম বিজয় দিবসকে সামনে রেখে ২০১৭ সালের ১৬ ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে দেশের প্রথম কৃত্রিম ভূ-উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর ১৫ জানুয়ারি অরবিটাল স্লট (১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশ) লিজ সংগ্রহের জন্য বিটিআরসি রাশিয়ার ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের সঙ্গে চুক্তি করে।যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’ ইতোমধ্যে এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে উপগ্রহের নকশা তৈরির কাজ শুরু করেছে। ভূমি থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে দুটি ‘গ্রাউন্ড স্টেশন’ নির্মাণ করা হবে।বিএ/আরআই

Advertisement