অর্থনীতি

চাকরি প্রার্থীদের দক্ষতার অভাব কর্মসংস্থানে মূল চ্যালেঞ্জ

বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী চাকরি প্রার্থীদের দক্ষতার অভাব। আর বিষয়টি প্রকট আকার ধারণ করেছে অ্যাগ্রো-প্রসেসিং খাতে। এ খাতে মোট ৭৬ শতাংশ দক্ষতার অভাব রয়েছে। এর পরেই রয়েছে তৈরি পোশাক খাত।

Advertisement

‘বাংলাদেশের শ্রমবাজারে দক্ষতার অভাব’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে বিআইডিএস কর্তৃক প্রণীত এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিআইডিএসের মহাপরিচালক কে.এ.এস মুর্শীদ।

প্রতিবেদনে দেখা গেছে, অ্যাগ্রো-প্রসেসিং খাতে বর্তমানে প্রয়োজনের তুলনায় দক্ষ কর্মীর অভাব রয়েছে ৭৬ শতাংশ। এর মধ্যে দক্ষ কর্মকর্তার অভাব ৭৭ শতাংশ, আধাদক্ষ কর্মকর্তার অভাব ৭৫ শতাংশ এবং অদক্ষ শ্রমিকেরও অভাব রয়েছে।

Advertisement

এর পরই রয়েছে তৈরি পোশাক খাত। বর্তমানে এ খাতে দক্ষ কর্মকর্তার অভাব রয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৯ জন। আধাদক্ষ কর্মকর্তার অভাব রয়েছে ৪৮ হাজার ১৩০ জন এবং অদক্ষ শ্রমিকের অভাব ৮ হাজার ৫৭৭ জন।

বিআইডিএসের এ গবেষণা প্রতিবেদনে মোট দশটি খাতে দক্ষতার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামীতে দেশে দক্ষ জনগোষ্ঠী গঠনে এ ধরনের সমীক্ষা প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করবে। দক্ষতা উন্নয়নে চলতি বাজেটেই আমরা ৫ লাখ দক্ষ কর্মকর্তা তৈরির প্রকল্প গ্রহণ করেছি। আগামীতে এ সংখ্যা আরও বাড়বে।

এমইউএইচ/এমএমজেড/এনএফ/পিআর

Advertisement