শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৭০.২৮ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ১৫ ভাগ।

Advertisement

গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ১৩ শতাংশ। এছাড়া গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৮১৫ জন পরীক্ষার্থী। গত বছর ৭৮৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব ভট্টাচার্য্য পরীক্ষার ফল ঘোষণা করেন। 

এদিকে, পাসের হারসহ সব ক্ষেত্রেই এ বছর বরিশাল বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফলাফল করেছে।

Advertisement

সাইফ আমীন/এসআর/এমএস