দেশজুড়ে

রূপগঞ্জে দুটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় বকেয়ার দায়ে দুটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রায় ১১ কোটি টাকা বকেয়ার দায়ে মঙ্গলবার দুপুরে হিমালয় পেপার মিল ও স্পিনিং মিল নামের দুটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।সোনারগাঁও জোনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী খন্দকার আব্দুস সবুর জানান, হিমালয় পেপার মিলের ৫১ মাসে ৪ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকা ও স্পিনিং মিলের ৫৮ মাসে ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা বকেয়া পড়ে যায়। ওই দুটি প্রতিষ্ঠানকে বকেয়া বিল পরিশোধ করার জন্য বার বার নোটিশ প্রদান করা হলেও মালিকপক্ষ বিল পরিশোধ করেননি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রতিষ্ঠান দুটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যাত্রামুড়ার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (জোবিঅ) সোনারগাঁও জোনের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, মিটারিং শাখার ব্যবস্থাপক সাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী আজাদুর রহমান আজাদ, উপ-সহকারী প্রকৌশলী শাহিন, নুরুল ইসলাম প্রমুখ। মীর আব্দুল আলীম/এসএস/আরআইপি                                        

Advertisement