আন্তর্জাতিক

শর্ত সাপেক্ষে হজ পালন করতে পারবেন কাতারিরা

জঙ্গি গোষ্ঠীকে সমর্থন ও সহযোগিতা করার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। তবে শর্ত সাপেক্ষে কাতারের নাগরিক এবং সেখানে বসবাসরত অভিবাসী মুসলমানদের হজ পালনের সুযোগ দেয়ার কথা জানিয়েছে সৌদি আরব।

Advertisement

সৌদি রাজতন্ত্রের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে এক বিবৃতির বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বৈধ হজ পারমিট থাকা কাতারের নাগরিক ও দেশটিতে থাকা যেকোনো অভিবাসী মুসলমান হজ পালন করতে পারবেন। এ ছাড়া তারা যেকোনো সময় ওমরাহও পালন করতে পারবেন। তবে এ জন্য তাদের কাতার এয়ারলাইনস ছাড়া অন্য যেকোনো কোম্পানির বিমান ব্যবহার করতে হবে।

এ ছাড়া হজ পালনে সৌদি আরবে ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধ্যতামূলকভাবে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ব্যবহার করতে হবে।

Advertisement

উল্লেখ্য, কাতারকে ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিসর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

আরএস/এমএস