খেলাধুলা

শিগগিরই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে এর আগে বাংলাদেশ সফরে আসছে তাদের প্রতিনিধি দল। আসার তারিখ- আগামী ২৫ জুলাই।

Advertisement

নিরাপত্তা ব্যবস্থা নয়, অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল এবার পর্যবেক্ষণ করবে আসন্ন সিরিজের লজিস্টিক সাপোর্ট। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

মিরপুরে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে ২৫ জুলাই। এবার নিরাপত্তা ব্যবস্থা নয়। দলটি বাংলাদেশে আসছে লজিস্টিক সাপোর্ট পরখ করে নিতে।’

‘অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসার মানে, সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি, ইতিবাচক কিছুই হবে। ঠিক সময়ে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে।’-যোগ করেন বিসিবির প্রধান নির্বাহী।

Advertisement

দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসার কথা ১৮ আগস্ট। টেস্ট মাঠে গড়ানোর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচটা দুই দিনের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচটি গড়াবে ২২ আগস্ট। চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

টেস্টের লড়াইটা শুরু হবে ২৭ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। ম্যাচটি শেষ হবে ৩১ আগস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এনইউ/আরআইপি

Advertisement