আন্তর্জাতিক

মাথায় ভেঙে পড়ল নারিকেল গাছ, ঘরে ফেরা হলো না রঘুনাথের

প্রতিদিনের মতো সকাল বেলা হাঁটতে বের হয়েছিলেন এক নারী। ঝড়-বৃষ্টি কিছুই নেই; পরিষ্কার-পরিচ্ছন্ন আকাশ। নেই দমকা বাতাসও। কিন্তু সুন্দর সকালে হাঁটতে বেরিয়ে আচমকাই নারিকেল গাছ মাথায় ভেঙে পড়ে যে প্রাণ হারাতে হবে তা হয়তো কখনোই কল্পনা করতে পারেননি তিনি।

Advertisement

আশ্চর্যজনক হলেও সত্য এরকমই এক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাই প্রদেশের চেম্বুরে। টাইমস অব ইন্ডিয়া বলছে, শুক্রবার সকালের দিকে হাঁটতে বেরিয়েছিলেন মুম্বাইয়ের ৫৭ বছর বয়সী কাঞ্চন রঘুনাথ নামের এক নারী।

পরিচ্ছন্ন আকাশ, ঝড়-বৃষ্টিও ছিল না। চেম্বুরের একটি রাস্তায় হাঁটতে ছিলেন তিনি। এসময় হঠাৎ একটি নারিকেল গাছ ভেঙে পরে কাঞ্চন রঘুনাথের মাথায়। পরে আশ-পাশের লোকজন দ্রুত তাকে গাছের নিচ থেকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। শনিবার সকালের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই গাছটি কাটার জন্য প্রশাসনকে টাকা জমা দেয়া হয়েছিল। এরপরও গাছটি কাটা হয়নি। ঘটনা তদন্তে স্থানীয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে।

Advertisement

এসআইএস/জেআইএম