খেলাধুলা

জুভ দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বার্সা!

তুরিনে আলো কেড়েছিলেন পাওলো দিবালা। মেসির মঞ্চে নায়ক বনে যান ২৩ বছরের এই ফুটবলার। তখনই ফুটবল বিশ্বকে জানান দিয়েছিলেন, কিছু একটা করতেই ফুটবলে এসেছেন দিবালা! আর্জেন্টাইন এই তরুণ তারকার দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ৩-০ গোলে জিতে নিয়েছিল জুভেন্তাস।

Advertisement

ক্যাম্প ন্যুতে ফিরতি লেগে বার্সার গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের খেলা নিশ্চিত করে জুভেন্তাস। আর তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় বার্সার। বড় দুঃস্বপ্নের একটি রাত কেটেছিল মেসি-নেইমার-সুয়ারেজদের।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বার্সা-জুভেন্তাস। আগামীকাল রোববার ভোর ৪টায় লড়াইয়ে নামবে দুই দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টেন ২।

বার্সেলোনার জন্য ম্যাচটি প্রতিশোধের। তাই মেসি-সুয়ারেজটা গর্জে উঠতে চাইবেন। অপরদিকে জুভেন্তাস নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে আবারও জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে। জুভ দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বার্সা! সময়ই সব বলে দেবে। দেখা যাক, কী হয়!

Advertisement

এনইউ/জেআইএম