দেশজুড়ে

ভালুকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

ময়মনসিংহ জেলার ভালুকায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহেরাবাড়ি স্থানে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষে নিহত তিজনের একজন চালক, একজন হেলপার ও অপরজন কাঁচামাল ব্যবসায়ী। নিহত ব্যবসায়ী মনিরুল ইসলামের (২৪) বাড়ি ফুলপুর উপজেলার শ্যামপুর গ্রামে। অপর দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, চালকসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুই ব্যবসায়ীকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement