রাজনীতি

আলোচনার বিকল্প দেখছেন না মওদুদ

দেশের বর্তমান সমস্যা সাংবিধানিক নয়, রাজনৈতিক সংকট দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে দেশের চলমান সংকট সমাধান করতে হবে।

Advertisement

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি।

মওদুদ বলেন, রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।

Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) দেয়া নির্বাচনকালীন রোডম্যাপের প্রস্তাবনায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার কোনো রোড বা ম্যাপ নেই বলেও মন্তব্য করেন মওদুদ। এই রোডম্যাপের দ্বারা, কিভাবে একদলীয় নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় তার চেষ্টা করেছে কমিশন।

নির্বাচনের দুই মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন তা হবে না- এমন মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, সরকারি দল এখন থেকেই নির্বাচনী প্রচারণা করবে আর বিরোধী দলকে সভাও করতে দেয়া হবে না- এটা নিরপেক্ষতার প্রমাণ নয়।

খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার ইতিহাস খালেদা জিয়ার নেই। যাদের আছে তারা সমঝোতা করে চলে গিয়েছিলেন।

Advertisement

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক এমপি সাম্মি আক্তার প্রমুখ।

এমএম/এনএফ/জেআইএম