জাতীয়

চিকুনগুনিয়ায় আক্রান্ত মেয়র সাঈদ খোকনের মা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর মেয়র সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। মেয়র নিজেই তার মা'র অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।

Advertisement

আজ শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের সময় মেয়র এ তথ্য জানান।

তার মা চিকুনগুনিয়ায় আক্রান্ত জানিয়ে মেয়র বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।

এদিকে সাঈদ খোকনের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা বেশ কিছু দিন ধরে চিকুনগুনিয়া য় আক্রান্ত।

Advertisement

উল্লেখ্য, চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর যা আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায়। এ রোগ ডেঙ্গু, জিকা'র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। ঢাকা শহরে ইতোমধ্যে এটি মহামারি আকারে দেখা দিয়েছে।

এএস/এআরএস/এমএস