`ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত` এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ফিস্টুলা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট জেলা সিভিল সার্জন অফিস চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লাইলী আক্তারের সভাপতিত্বে জয়পুরহাট জেলা নার্সিং ইনস্টিটিউটের সভা কক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আলী, গাইনি বিশেষজ্ঞ ডা. পারভীন আক্তার, ডা. শহীদ হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়ির স্বাস্থ্য শিক্ষা অফিসার সামসুজ্জামান ও বি ডাব্লিউ এইচ সির প্রতিনিধি শাহীন আখতার।সভায় বক্তারা ফিস্টুলা রোগ থেকে রক্ষা পেতে নারীদের ১৮ বছরের পূর্বে বিয়ে না করা ও গর্ভবতী নারীদের মেডিকেল ডেলিভারির জন্য সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।এমজেড/পিআর
Advertisement