জাতীয়

রাজধানীতে অস্ত্রসহ ২২ ডাকাত আটক

রাজধানীর পৃথক স্থান থেকে ডাকাত দলের ২২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তিনটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১২টি ককটেল, এক কেজি গান পাউডার, একটি চাপাতি, একটি ছোরা, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।সোমবার রাতে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম সরকার। তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশ রাত পৌনে ১২টায় মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাঁধ সংলগ্ন বছিলা রোড এর দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয় আবু সাঈদ, মো. মিঠু শিকদার, মো. আমিন, মো. মিজার মোল্লা ওরফে আজাদ, মো. জাহিদুল ইসলাম ওরফে পিন্টু, মো. বশির শিকদার, মো. স্বপন ফকির ও মো. আরাফাত আহম্মেদ ওরফে অপুকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরো তিন/চার জন একটি মাইক্রোবাসযোগে পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, গত সেপ্টেম্বরে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত এনএআর সুয়েটার করাখানার কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৭২ লক্ষ টাকা ব্যাংক হতে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার সময় বহনকারীদের অস্ত্রের মুখে ডাকাতি করে নিয়ে যায় তারা।এ ছাড়াও তারা গত ১ জুন আকিজ গ্রুপে কর্মরত স্টাফদের বেতন ভাতা বাবদ বিরাট অংকের টাকা ব্যাংক হতে উত্তোলন করে ফ্যাক্টরিতে নেয়ার সময় উত্তোলনকারীদের গুলি করে ও বোমা ফাটিয়ে ডাকাতি করার পরিকল্পনা করেছিল ডাকাত দল।আটককৃতরা আরো জানায়, তারা ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশের ছদ্মবেশেও ডাকাতি করে থাকেন। তাদের প্রত্যেকের নামেই ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।অন্যদিকে অপর এক অভিযানে রাত পৌনে ১১টায় মতিঝিল থানাধীন ৬২ দিলকুশা বা/এ ঢাকাস্থ সোনালী ব্যাংক লি. এর সামনে দক্ষিণ পার্শ্বে এবং বঙ্গভবনের বাউন্ডারি ওয়ালের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালিত হয়।এসময় মো. আ. কাদির, মো. রাজু হোসেন ওরফে বাপ্পি, মো. হুমায়ুন কবির, মো. রাজু আহম্মেদ ও মো. দাউদ হোসেনকে একটি মাইক্রোবাস, একটি চাপাতি, একটি ছোরা ও একটি লোহার রডসহ আটক করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের একাধিক জনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও অস্ত্রের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের ডিসি (পশ্চিম) শেখ নাজমুল আলমের নির্দেশনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলামের তত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।জেইউ/বিএ/পিআর

Advertisement