আন্তর্জাতিক

চাঁদের ধুলামাখা ব্যাগ সাড়ে ১৪ কোটি টাকায় বিক্রি

চাঁদে প্রথম পা রাখা মানুষ নীল আর্মস্ট্রংয়ের চন্দ্রবিজয় অভিযানে ব্যবহৃত চাঁদের ধুলামাখা একটি ব্যাগ নিলামে বিক্রি হয়েছে।

Advertisement

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চন্দ্রবিজয় অভিযানের ৪৮তম বার্ষিকীর কয়েকদিনের মাথায় নিলামে তোলা হলে এ বিপুল মূল্যে বিক্রি হয় ঐতিহাসিক এ ব্যাগটি।

এখনো ব্যাগটিতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের ধুলা ও পাথরের একটি টুকরা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবর- বিবিসি ও রয়টার্স।

১৯৬৯ সালে তিন মার্কিন নভোচারী চন্দ্রবিজয় শেষে ফিরে এলে নভোযান অ্যাপোলো-১১ এর সব কিছুই স্মিথসোনিয়ান যাদুঘরে নিয়ে রাখা হয়। এরপর তা জনসন স্পেস সেন্টারে নিয়ে রাখা হয়। সেখানে একটি বাক্সে ছিল ব্যাগটি।

Advertisement

২০১৫ সালে একজন আইনজীবী মাত্র ৯৯৫ মার্কিন ডলারে সরকারি এক নিলামের মাধ্যমে ব্যাগটি কিনে নেন।

পরবর্তীতে নাসা নানাভাবে ব্যাগটি তাদের তত্ত্বাবধানে নেবার চেষ্টা করে। তবে মার্কিন এক ফেডারেল আদালত রায় দেয় আইনিভাবে নিমালে ব্যাগটি কেনা ব্যক্তিই এর প্রকৃত মালিক।

এসআর/পিআর

Advertisement