জাতীয়

সন্দেহভাজন দুই হত্যাকারীকে গ্রেফতারে সহায়তা চায় পুলিশ

রাজধানীর মাতুয়াইলে মজিবুর রহমান নামে এক ব্যক্তির সন্দেহভাজন খুনি দুই যুবকের ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Advertisement

হত্যাকাণ্ডের পর বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে খুনিদের ছবি সংগ্রহ করে সিআইডি। কিন্তু এ পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের গ্রেফতার করাও সম্ভব হয়নি। 

এ কারণে তাদের সনাক্ত বা গ্রেফতারে সহায়তা চেয়েছে পুলিশ। এ জন্য সিআইডির পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. নুরুল ইসলামকে মোবাইল ফোনে (০১৭১৫-১২৭৮২৩) জানাতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই যাত্রাবাড়ী থানার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা মজিবুর রহমানকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। 

Advertisement

এর আগে তারা বাসার দারোয়ান মো. রুবেল হোসেনকে বাড়ির ৫ম তলায় ডেকে নিয়ে হাত-পা ও, মুখ-চোখ বেঁধে বাহির থেকে বাসার দরজা বন্ধ করে দেয়। এরপর তারা নীচতলায় নেমে মজিবুর রহমানকে গুলি করে হত্যা করে। 

এ ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার একদিন আগে খুনিরা ওই বাড়ির ৫ম তলা ভাড়া নেয়।

এআর/এমএমজেড/এনএফ/এমএস

Advertisement