জাতীয়

এ মাসেই আসছে দুদকের হটলাইন ১০৬

দুর্নীতির তথ্য ও অভিযোগ জানাতে হট লাইন চালু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হটলাইনে (১০৬) ফোন করে বিনা খরচে ২৪ ঘণ্টার যেকোনো সময় দুদকে দুর্নীতির তথ্য ও অভিযোগ জানানো যাবে।

Advertisement

দুদক সূত্রে জানা গেছে, আগামী ২৭ জুলাই (বৃহস্পতবিার) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে এ হটলাইনের উদ্বোধন করবেন।

হটলাইনটির মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা তাৎক্ষণিকভাবে দুর্নীতির তথ্য, অভিযোগ জানাতে পারবেন। তাদের দেয়া তথ্য যাচাই করে অনুসন্ধান করবে দুদক। অভিযোগকারী চাইলে তার পরিচয় গোপন রাখতে পারবেন।

সূত্রে আরও জানা যায়, হটলাইলটিতে একই সঙ্গে একাধিক ব্যক্তি ফোন করতে পারবেন। আর এ ফোনে কোনো অর্থ খরচ হবে না। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি ১০৬ নম্বরটি দিয়েছে।

Advertisement

আরএস/এমএস