আন্তর্জাতিক

বাংলাদেশে সন্ত্রাস 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে

২০১৬ সালে বিশ্বে জঙ্গি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কিছুটা কমলেও বাংলাদেশে বেড়েছে। তবে সন্ত্রাস বাড়লেও তা মোকাবেলায় বাংলাদেশ সরকারের তৎপরতা প্রশংসনীয়। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত 'কান্ট্রি রিপোর্ট অন টেররিজম' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

Advertisement

বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে সারাবিশ্বে মোট সন্ত্রাসবাদী হামলা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে।এসব হামলায় নিহতের সংখ্যাও কমেছে ১৩ শতাংশ। একই সময়ে বাংলাদেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আগের বছরের তুলনায় 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে। তবে জঙ্গিবাদ নির্মূলে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে উঠে আসে, ২০১৫ সালের শুরু থেকে ২০১৬ সালের মধ্যভাগ পর্যন্ত একের পর এক কুপিয়ে ও গুলি করে মুক্তমনা লেখক, অনলাইন অ্যাকটিভিস্ট, বিদেশি, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীসহ বিভিন্নজনকে 'টার্গেট কিলিংয়ের' ঘটনা। 

প্রতিবেদনে আরও বলা হয়, এসব ঘটনায় বাংলাদেশ সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকার জঙ্গি সন্দেহে বেশ কিছু লোককে গ্রেফতার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে রেখে  সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। 

ওআর/এমএস

Advertisement