গত বছরই নেইমারকে পেতে হাত বাড়িয়েছিল। সেই যাত্রায় সফল হতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে হাল ছাড়েনি। এ বছরও উঠেপড়ে লেগেছে ফরাসি জায়ান্টরা। নেইমারকে তাদের চাই-ই-চাই।
Advertisement
নেইমারের জন্য যত অর্থ দরকার, তা খরচ করতে প্রস্তুত পিএসজি। ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে হলেও নেইমারকে চায় ফরাসি ক্লাবটি। তবে প্রশ্ন হলো- পিএসজির এই আশা পূরণ হবে কি?
বার্সা সভাপতি জোসেফ বার্তেমিউ জানালেন, পিএসজির আশা পূরণ হবে না! নেইমারকে পাওয়াটা তাদের জন্য ‘মিশন ইম্পসিবল’-এর মতোই ব্যাপার। উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মানুযায়ী- ব্রাজিলিয়ান সুপারস্টারের পিএসজিতে যাওয়া এক প্রকার অসম্ভব।
বার্সা সভাপতির ভাষায়, ‘বার্সার সঙ্গে এখনও চার বছরের চুক্তি আছে নেইমারের। আমরা তার ওপর আস্থা রাখি। সে আমাদের দলেরই অংশ। বার্সা আক্রমণ ত্রয়ীর অংশ। আপনি যদি উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেন, তাহলে রিলিজ ক্লজ খাটানো সম্ভব নয়।’
Advertisement
এনইউ/এমএস