রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৭৫ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
Advertisement
আটক যাত্রীর নাম কামাল। তার বাড়ি নোয়াখালীর শুধারাম এলাকায়।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি ৯৫১৫ ফ্লাইটে কামাল রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
৬ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে দ্রুত চলে যাওয়ার সময় গোয়েন্দারা তার গতিরোধ করেন। তার দু’টি লাগেজ খুলে ৩৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে আটক করা হয়। সিগারেটগুলো যুক্তরাষ্ট্রের ৩০৩ ব্র্যান্ডের।
Advertisement
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুল্ক করসহ এ সিগারেটের মূল্য প্রায় ১০ দশমিক ৪০ লাখ টাকা।
জেইউ/এনএফ/এমএস
Advertisement