খেলাধুলা

ম্যানইউর কাছে হেরে গেল গার্দিওলার সিটি

মৌসুম শুরুর আগের লড়াই। ঝালিয়ে নেয়ার মঞ্চও বটে। ম্যানচেস্টার ডার্বিতে সেই ঝালিয়ে নেয়ার কাজটা ভালোভাবেই সেরে নিল ইউনাইটেড। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খেলায় আজ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে হোসে মরিনহোর দল।

Advertisement

এই ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি লড়াইটা ছিল দুই কোচেরও। দীর্ঘ দিন ধরে কোচিংয়ে দ্বৈরথ- হোসে মরিনহো ও পেপ গার্দিওলা। সেই লড়াইয়ে এবার গার্দিওলাকে পরাজিত করলেন মরিনহো।

মরিনহোর মুখ উজ্জ্বল করেছেন রোমেলু লুকাকু ও মারকাস রাশফোর্ড। দুই মিনিটের মাথায় দুই গোল করে মর্যাদার ম্যানচেস্টার ডার্বির ফলটা নিজেদের অনুকূলে নিলেন এই দুই তারকা। 

টেক্সাসের রিলায়েন্ট স্টেডিয়ামে শুরুতে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যানইউকে ৩৭ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রেখেছে সিটি। এরপর আর পারেনি। ম্যাচের নিয়ন্ত্রণ যায় ম্যানইউর দখলে।

Advertisement

এ সময় পল পগবার বাড়িয়ে দেয়া বল ধরেন লুকাকু। প্রথমে সিটি গোলরক্ষককে বোকা বানান। লুকাকুকে রুখে দেয়ার চেষ্টা করেন সিটি ডিফেন্ডাররা। পারেননি। দুর্দান্ত এক শটে সিটির জালে বল জড়ান লুকাকু। বেলজিয়ান এই ফরোয়ার্ডের গোলে ম্যানইউ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

দুই মিনিটের মাথায় আরও একটি গোল হজম করে সিটি। এবার লুকাকু নন, ম্যানসিটির জাল কাঁপান মারকাস রাশফোর্ড। ৩৯ মিনিটে হেরনিক মাখাতারিয়ানের পাস ধরে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের তরুণ এই স্ট্রাইকার। আর তাতেই ২-০ গোলের জয় পায় মরিনহোর ম্যানইউ।

এনইউ/এমএস

Advertisement