দেশজুড়ে

ইসলামের নামে সন্ত্রাসবাদকে রুখে দিন : খালিদ মাহমুদ

শান্তি ও কল্যাণের ধর্ম ইসলামকে ব্যবহার করে কেউ সন্ত্রাস ও জঙ্গিবাদ করলে তাদের রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কামিল মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। আওয়ামী লীগ সরকার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় দেশ পরিচালনা করছে।

খালিদ বলেন, একটি শ্রেণি ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসাবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের রুখে দিতে হবে। ইসলাম কল্যাণের ধর্ম, শান্তির ধর্ম। মহানবী শান্তি ও কল্যাণের জন্যই ইসলাম প্রচার করেছেন। বিন লাদেনকে ইসলামের নামে সামনে আনা যাবে না। আল বেরুনির মতো বিদগ্ধ লোকজনও ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন।

এ সময় তিনি শিক্ষাখাতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।

Advertisement

বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। ইসলাম মানবধর্ম। অথচ বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে শত শত মানুষ হত্যা করেছে। যানবাহন ভাঙচুর করেছে। সরকারি সম্পদ নষ্ট করেছে। এভাবে সম্পদ বিনষ্ট করাও ইসলামের পরিপন্থী।

তিনি শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। পরে খালিদ মাহমুদ চৌধুরী শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলহাজ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলাব্রত কর্মকার, মাদরাসার অধ্যক্ষ রুস্তম আলী, সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুর আলম প্রমুখ।

বিএ

Advertisement