খেলাধুলা

‘মেসি একটা মেশিন’

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার তিনি। প্রতিপক্ষ শিবিরের ত্রাস। অনেক ম্যাচে একাই তো প্রতিপক্ষকে ধসিয়ে দেন। তাকে আটকানোর জন্য আলাদা ছক থাকে। আর কেউ নন, তিনি হলেন- লিওনেল মেসি।

Advertisement

মেসির প্রশংসায় পঞ্চমুখ গোটা ফুটবল দুনিয়া। সতীর্থরা তো তার প্রশংসা করবেনই। মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ তাকে ‘ফুটবলের জন্য তৈরি হওয়া একটা মেশিন’ই বলে ফেললেন। মেসি চাইলে নতুন নতুন ধরন নিয়ে আসতে পারেন ফুটবলে।

মেসির প্রশংসায় জাভি বলেন, ‘লিওনেল মেসি আসলে একটা মেশিন। যা তৈরি হয়েছে শুধুই ফুটবলের জন্য। ফুটবল খেলার জন্য। জাভি, ইনিয়েস্তা, বুসকেটসরা মিলে যা যা করত, লিও সেটা করতে পারত।’

‘তারপরও নিজস্ব ছাপ রাখত। নিজস্ব উপস্থিতি বোঝাত। এখনও বুঝিয়ে চলেছে। ওই যে আগেই বললাম, মেসি হলো মেশিন। যার গোড়ালিতে বলটা যেন আটকে থাকতেই অভ্যস্ত।’- যোগ করেন বার্সেলোনার কিংবদন্তী মিডফিল্ডার।

Advertisement

এনইউ/আরআইপি