যা পারেননি ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হকরা, তা করে দেখিয়েছেন সরফরাজ আহমেদ। তার অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। এরপর দুটি সুসংবাদ পান সরফরাজ।
Advertisement
এক. টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও পাকিস্তানের দলপতি নির্বাচিত হন সরফরাজ। দুই. প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান তিনি। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের এই অধিনায়ক।
একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে কাউন্টিতে খেলার। সরফরাজ আহমেদের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। লালিত স্বপ্নটা তার যেন বাস্তবে ধরা দিল। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের খেলার সুযোগের মধ্য দিয়ে।
জিও নিউজকে সরফরাজ বলেন, ‘আমি কাউন্টি ক্রিকেটে খেলতে মুখিয়ে ছিলাম। ইয়র্কশায়ারের প্রস্তাব পেয়েই তাতে সাড়া দিই। যেন স্বপ্ন আমার সত্যি হলো। ইয়র্কশায়ারের হয়ে খেলতে পারার অভিজ্ঞতা আমাকে আরও বেশি পেশাদার হতে সাহায্য করবে।’
Advertisement
এনইউ/জেআইএম