দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নিহত

ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুর রশিদ (৭৮) নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আইনজীবী আব্দুর রশিদ বাড়ি থেকে কোর্ট মোড়ে একটি চায়ের দোকানে গিয়েছিলেন। সেখান থেকে পায়ে হেঁটে গুড়পট্টি এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে পেছন থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ধাক্কা দেয়ার পর ইজিবাইক ফেলে চালক পালিয়ে যান। উত্তেজিত জনতা ইজিবাইকটি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত্যুর খবর পেয়ে জেলা আইনজীবী সমিতির নেতারা ছাড়াও আত্মীয় স্বজনরা নিহতের বাড়িতে ছুটে যান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। বর্তমানে মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে পরিবারের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসিফ ইকবাল/একে

Advertisement