জাতীয়

নতুন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

নতুন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement

এছাড়া ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহকে শিল্প সচিব পদে বদলি করে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আনিসুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

Advertisement

এমইউএইচ/এএইচ/আরআইপি