লা মাসিয়া। বার্সেলোনার একাডেমি। লিওনেল মেসি, কার্লোস পুয়েল, পেপ গার্দিওলা, জেরার্ড পিকেরা উঠে এসেছেন এই একাডেমি থেকেই। কিন্তু এখন আর সেভাবে খেলোয়াড় উঠে আসছে না! তাই একাডেমির বাইরে থেকেই তারকাদের ধার করতে হচ্ছে।
Advertisement
বার্সার একাডেমি যেন ঘুমিয়ে পড়েছে। কাতালান ক্লাবটির কর্তারা নতুন তারকা উঠিয়ে আনার ব্যাপারে ‘উদাসীন’। নইলে কি আর এই অবস্থা? এতে মনটা ভীষণ খারাপ জাভি হার্নান্দেজের। সাবেক এই মিডফিল্ডার বার্সাকে ঘুম থেকে জেগে ওঠার আহ্বান জানালেন।
ডিজিটাল ম্যাগাজিন ‘ট্যাকটিকাল রুমকে’ জাভি বলেন, ‘এক কথায়, বার্সা ঘুমিয়ে আছে। দলটিকে এখন তাদের খেলার ধরন উন্নতি করতে হবে। তরুণ খেলোয়াড়দের শিখতে হবে তাদের খেলার স্টাইল (লা মাসিয়ার তিকিতাকা)। সেটা শিখে যখন দলে আসবে, তখন নতুন অনেক কিছু শিখতে পারবে।’
বার্সার জীবন্ত কিংবদন্তী জাভি। ১৯৯৮ সালে বার্সার সিনিয়র দলে অভিষেক তার। শৈশবের ক্লাবটি তিনি ছেড়েছেন ২০১৫ সালে। বার্সার মাঝমাঠে ভরসার প্রতীক ছিলেন। কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন ৫০৫টি ম্যাচ। নামের পাশে যোগ করেছেন ৫৮টি গোল।
Advertisement
এনইউ/আরআইপি