বেশ কয়েক বছর ধরে দর কষাকষি পর অবশেষে সহমতে পৌছালো ব্যাংক কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক উইনিয়নস এবং ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। দু’পক্ষের চুক্তি অনুসারে ১৫ শতাংশ বেতন বাড়ছে ব্যাংকের কর্মী ও অফিসারদের।নতুন এই বেতনস্কেল কার্যকরী হচ্ছে ২০১২ সালের ১ নভেম্বর থেকে। এর ফলে ব্যাংকগুলোর বছরে বেতন বাবদ ব্যয় বাড়বে প্রায় ৪৭২৫ কোটি টাকা এবং অবসরপ্রাপ্তদের ভাতা বাবদ খরচ বাড়বে ৮৩৭০ কোটি টাকা। এর সুফল পাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পুরনো বেসরকারি ব্যাংক এবং কিছু বিদেশি ব্যাংকের কর্মচারীরা।নতুন এই বেতনস্কেলের ফলে অফিসারদের বেতন ১৪,৫০০-৫২,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৩,৭০০-৮৫,০০০ টাকা। নন সাব-অর্ডিনেট স্টাফদের বেতন ৭২০০-১৯,৩০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১১,৭৬৫-৩১,৫৪০ টাকা। সাব-অর্ডিনেট স্টাফদের বেতন ৫,৮৫০-১১,৩৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৯,৫৬০-১৮,৫৪৫ টাকা।এছাড়া এই বেতন চুক্তির অন্তর্গত হিসেবে রয়েছে- কর্মীদের পরিবারের জন্য স্বাস্থ্যবিমা প্রকল্প এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অতিরিক্ত ছুটির ব্যবস্থা। তবে প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংকের কাজের জন্য পূর্ণদিবস ধার্য করা হয়েছে।এদিকে শনিবার ছুটির দিনের বিষয়ে ইতোমধ্যেই নীতিগত সম্মতি দিয়েছে রিজার্ভ ব্যাংক।আরএস/পিআর
Advertisement