তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চুরি যেতে পারে ব্যাংক হিসাবের তথ্য

মোবাইল অ্যাপস হোয়াটসঅ্যাপ থেকে হ্যাক হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। এমনই এক তথ্য জানিয়ে সাবধান করে দিয়েছন খোদ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Advertisement

‘আমাদের নথি অনুযায়ী আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের এক বছরের ট্রায়াল পিরিয়ডের মেয়াদ শেষ। আর এর কারণে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আর কোনও ম্যাসেজের আদান-প্রদানও হবে না। তবে কোনও রকম প্রতিবন্ধতা ছাড়া, বিরামহীনভাবে পরিষেবা চালিয়ে যেতে হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইব করুন...’ -এমন ম্যাসেজের মাধ্যমেই মূলত ফাঁদ পাতে হ্যাকাররা।

এ ধরনের ম্যাসেজ পেলে তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। তারা আরও বলছে, যে বা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এ ধরনের সাইবার অপরাধ সংঠিত করছে তাদের খুঁজে বের করা এবং যাবতীয় ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর।

উল্লেখ্য, ইংল্যান্ডেই এই জনপ্রিয় সোশ্যাল অ্যাপ ব্যবহার করে এ ধরনের ব্যাংক হিসেব হ্যাক করার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত এমন সংবাদ জানা যায়নি। তবুও, বিশ্বের ১০০ কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কর্তৃপক্ষ এমন আগাম সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে।

Advertisement

আরএস/পিআর