কে হতে যাচ্ছেন ভারতের পরবর্তী প্রেসিডেন্ট? এ নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। তবে এর উত্তর জানতে আরো কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিহারের সাবেক গভর্নর এবং এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের জয় এক রকম নিশ্চিতই। তবু ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
Advertisement
সোমবার দেশের সব রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। সব রাজ্যের ব্যালট বাক্স এসে জমা পড়েছে সংসদভবনে। ৬২ নম্বর কক্ষে স্থানীয় সময় বেলা ১১টা থেকে গণনা শুরু হবে। চারটি আলাদা আলাদা টেবিলে মোট ৮ দফায় ভোট গণনা হবে। ভোটগণনার তদারকি করবেন লোকসভার সাধারণ সচিব অনুপ মিশ্র। বিকেল ৫টার মধ্যে দেশের ১৪তম প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে সাংসদদের ভোটমূল্যই বেশি। তাই যে প্রার্থী যত বেশি সংখ্যক সাংসদের ভোট পাবেন, তিনি ততটাই এগিয়ে থাকবেন। মোট ভোটের ৫০ শতাংশের বেশি ভোট যিনি পাবেন তিনিই দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।
প্রেসিডেন্ট নির্বাচনে চলতি বছর প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে। সংসদভবনসহ দেশের বিভিন্ন রাজ্যের মোট ৩২টি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ৪১২০ জন বিধায়ক ও ৭৭৬ জন সাংসদ। আগামী ২৪ জুলাই প্রেসিডেন্ট হিসেবে প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে। তার পরদিন অর্থাৎ ২৪ জুলাই শপথগ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
Advertisement
টিটিএন/পিআর