মার্কিন বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এখন তার চিকিৎসা শুরুর প্রক্রিয়া চলছে। ম্যাককেইনের দফতরের সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি।
Advertisement
চিকিৎসকরা বলছেন, কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি দিয়ে তার চিকিৎসা শুরু হতে পারে। তবে ৮০ বছর বয়সী এ রাজনীতিক বর্তমানে বেশ ভালোই আছেন, নিজের বাড়িতেই আছেন তিনি।
গেল সপ্তাহে চোখের একটি অস্ত্রোপচার করাতে গিয়ে ম্যাককেইনের টিউমারের বিষয়টি ধরা পড়ে।
জীবনের পাঁচ বছরেরও বেশি সময় যুদ্ধবন্দি হিসেবে কাটাতে হয়েছে ম্যাককেইনকে।
Advertisement
ম্যাককেইনের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনএফ/পিআর