শুধু কাগজ-কলমেই নয়, বাস্তবেও বাংলাদেশ ও জর্ডানের ফুটবলের পার্থক্য কী- তা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের দেশটি। বুধবার ফিলিস্তিনির হেবরন শহরের ডুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়েছে জর্ডান। প্রথমার্ধে জর্ডান ২-০ গোলে এগিয়েছিল জর্ডান। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরো ৫ বার বল পাঠায় দেশটির যুবারা।
Advertisement
এ ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ হিসেবে অভিষেক হলো অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ওর্ডের। বড্ড বাজেই হলো ক্যারিয়ারে কোনো দেশের প্রধান কোচের দায়িত্ব নিয়ে প্রথম ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতটা। যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন, ‘তার এক চোখ থাকবে রক্ষণে, আরেক চোখ আক্রমণে।’ তবে এ ম্যাচে তার দুই চোখই ছিল রক্ষণে। তারপরও জর্ডানের খেলোয়াড়দের গোল উৎসবে কোনো রকম বাধা হতে পারেনি তার শিষ্যরা।
ফিলিস্তিন যাওয়ার আগে অনূর্ধ্ব-২৩ দলকে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছেন ওর্ড। এর মধ্যে দুটি বিদেশি দলের বিপক্ষে। তবে নেপাল ও কাতার অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারের পরই বোঝা গিয়েছিল ফিলিস্তিনে কী হতে পারে। বিশেষ করে নেপালের কাছে হারের পর এ দল নিয়ে কিছু আশা করাই ছেড়ে দিয়েছিলেন ফুটবলামোদীরা।
রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে জর্ডানের বিপক্ষে দুই ম্যাচ ১২ গোল খেয়েছিল বাংলাদেশ। জর্ডানের মাঠে ৮ গোল-ঢাকায় ৪ গোল। জাতীয় দলের সেই পথেই হাটল যুবারা। জর্ডানের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন আহমেদ ফাওজি। বাকি ৪ গোল করেছেন সোলায়মান, নুর আজিম, মুসা মাহমুদ ও বাহা ফয়সাল।
Advertisement
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২১ জুলাই তাজিকিস্তানের সঙ্গে। শেষ ম্যাচ ২৩ জুলাই স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে।
আরআই/এনইউ/এমএস