ফেসবুকে একটি ছবি আপলোড করলেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। যাতে দেখা যাচ্ছে ইরফানের পাশে ফুরফুরের মেজাজে বসে রয়েছেন তার স্ত্রী সাফা বেগ। তবে সেখানে দেখা যাচ্ছে সাফা বেগ নিজের মুখটা দুই হাত দিয়ে আংশিক ঢেকে রেখেছেন। তবে আঙ্গুলের ফাঁক দিয়ে চোখ দুটো খোলা রেখেছেন। তাতেই তৈরি হয়েছে নিদারুণ এক অবয়বের।
Advertisement
ইরফান পাঠানোর পোস্ট করা এই ছবি দেখেই সামাজিক যোগাযোগ দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। এই ছবিটি পোস্ট করার পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য আসতে থাকে ইরফান পাঠানের এই ছবিটি কেন্দ্র করে। কেউ কেউ তো বলতে শুরু করেছে, 'এই মেয়ের মধ্যে সমস্যা আছে।'
পাঠানের স্ত্রী সাফার এই পোশাকে ইসলাম বিরোধী বলেও ব্যখ্যা করেছেন বেশ কয়েকজন। তাদের মত, একজন প্রকৃত মুসলমানের স্ত্রী কখনই এইভাবে নিজেকে সকলের সমক্ষে তুলে ধরে না, আর বিশেষত সে যদি পাঠান হয়ে থাকে তাহলে তো কথাই নেই। বোরখা পরলেও হাত দেখা যাচ্ছিল। কট্টরপন্থিরা তো এই হাত দেখানো নিয়েও উপদেশ দিতে শুরু করে দিয়েছে ইরফান পাঠানকে।
এ দিন সাফার হাতে নেইল পলিশ পরা নিয়েও মন্তব্য করেছেন কেউ কেউ। ইরফানকে তাদের পরামর্শ, ‘নেইল পলিশ নয়, বেগমকে মেহেন্দি লাগাতে বলুন।’
Advertisement
তবে মোহাম্মদ মজিবুর রহমান মজিদ নামে একজন লিখেছে, 'ভাই এটা খুব সুন্দর ছবি। তবে প্লিজ আপনি আপনার স্ত্রী কিংবা অন্য কোনো মুসলিম মেয়ের ছবি ফেসবুকে আপলোড কইরেন না। সত্যিকারার্থেই আমি আপনার পরিবারকে খুব সম্মান করি। কারণ, আপনি খুব সুন্দর একটি পরিবার পেয়েছেন। আপনার পরিবার অন্যদের জন্য উদাহরণ এবং আদর্শ হতে পারে। আমি আমার অন্তর থেকে আপনাকে একটি অনুরোধ করবো, প্লিজ আপনি মুসলিম মেয়েদের কোনো ছবি ফেসবুকে দেবেন না। কারণ, আমাদের মেয়েরা ভেরি ভেরি স্পেশাল।'
তবে, এত বিতর্কের পরও এই সম্পর্কে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইরফানের পক্ষ থেকে।
এটাই প্রথম নয়, এর আগেও এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। কয়েক মাস আগে এই একই রকমের আক্রমনের শিকার হয়েছিলেন জাতীয় দলের অন্যতম তারকা বোলার মোহাম্মদ সামি। গাউন পরিহিত স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
আইএইচএস/পিআর
Advertisement