বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আর সম্মানীত আসর ‘আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব’। এ আসরকে ঘিরে প্রতিবারের ন্যায় এবারেও সুদূর প্যারিসে বসেছে তারকাদের হাট। সেখানে মর্যাদার লড়াইয়ে সেরা ছবি নির্বাচিত হয়ে স্বর্ণপাম জিতে নিয়েছে ফ্রান্সে বসবাসরত এক তামিল গেরিলার জীবনের গল্প নিয়ে জাক অদিয়ার নির্মাণ করা ‘ধীপান’ চলচ্চিত্রটি। রোববার রাতে ফ্রান্সের কান শহরে ঘোষণা করা হয় ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার। এতে জাক অদিয়ার পরিচালিত ‘ধীমান’ ছবিটি স্বর্ণপাম পুরস্কার জিতে নিয়েছে।অন্যদিকে দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি জিতেছে হাঙ্গেরির লাজলো নেমেসের ছবি ‘সাউল ফিয়া’। সেরা পরিচালক হউ সি সায়েন (দ্য অ্যাসেসিন)। সেরা অভিনেতা ভিনসেন্ট লন্ডন (লা লই দো মারশে)। জুরি পুরস্কার জিতেছে ইয়োরগোস লানথিমোসের ‘লবস্টার’। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুজন। ‘ক্যারল’ ছবিতে অভিনয়ের জন্য রুনি মারা এবং ‘মনরোই’ ছবির জন্য ইমানুয়েল বারকো। ‘ক্রনিক’ ছবির জন্যে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন মাইকেল ফ্রাঙ্কো। সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার পেয়েছে ‘ওয়েভস নাইনটি এইট’।এছাড়াও একনজরে দেখে নেয়া যাক এবারের আসরের কানজয়ীদের তালিকা-স্বর্ণপাম (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): ধীপান-পরিচালক: জ্যাক অদিয়ার (ফ্রান্স)গ্র্যাঁ প্রিঁ: সান অব সাউল-পরিচালক: লাজলো নেমেস (হাঙ্গেরি)জুরি প্রাইজ: দ্য লবস্টার-পরিচালক: ইওর্গেস লানটিমস (গ্রিস)সেরা পরিচালক: হো সিয়াও সিয়েন-ছবি: দ্য অ্যাসাসিন (তাইওয়ান)সেরা চিত্রনাট্য: ক্রনিক-ছবি: মিশেল ফ্রাঙ্কো (মেক্সিকো)ক্যামেরা দ’র: সিজার অগাস্তো অ্যাসভেদো-ছবি: ল্যান্ড অ্যান্ড শেড (কলম্বিয়া)সেরা অভিনেতা: ভিনসেন্ত লান্দন-ছবি:দ্য মেজার অব অ্যা ম্যান (ফ্রান্স)সেরা অভিনেত্রী (যৌথভাবে): রুনি মারা-ছবি: ক্যারল (যুক্তরাষ্ট্র) এবং ইমানুয়েলে ব্যাকো-ছবি: মাই কিং (ফ্রান্স)পাম দ’র (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): ওয়েভস নাইনটি এইট-পরিচালক: ইলি দিগার (লেবানন)স্বর্ণপাম (সম্মানসূচক): অ্যাগনেস বারদা (ফ্রান্স)আনসার্টেন রিগার্ডসেরা ছবি: রামস-পরিচালক : গ্রিমুর আকোনারসন (আইসল্যান্ড)জুরি প্রাইজ: দ্য হাই সান-পরিচালক: দালিবর মেতানিচ (ক্রোয়েশিয়া)সেরা পরিচালক: কিয়োশি কুরোসাওয়া-ছবি: জার্নি টু দ্য শোর (জাপান)আনসার্টেন ট্যালেন্ট প্রাইজ: ট্রেজার-পরিচালক: কর্নেলিউ পোরামবোয়াউ (রোমানিয়া)প্রমিজিং ফিউচার প্রাইজ (যৌথভাবে): নীরাজ গাইয়ান-ছবি: মাসান (ভারত) এবং ইদা পানাহাদেহ-ছবি: নাহিদ (ইরান)সিনেফন্ডেশনসেরা ছবি: শেয়ার-পরিচালক: পিপা বিয়াঙ্কো (যুক্তরাষ্ট্র)দ্বিতীয় পুরস্কার: লস্ট কুইনস-পরিচালক:লোকাস পারদিদাস (চিলি)তৃতীয় পুরস্কার (যৌথভাবে): দ্য রিটার্ন অব আরকিন-পরিচালক: মারিয়া গুসকোভা (রাশিয়া) এবং ভিক্টর এক্সএক্স-পরিচালক: গারিদো লোপেজ (স্পেন)ভালকান অ্যাওয়ার্ড: ‘সান অব সাউল’ ছবির কারিগরি সব শিল্পী, তামাস জানি (শব্দ প্রকৌশলী)এলএ/পিআর
Advertisement