তথ্যপ্রযুক্তি

ফেসবুকে কোন ইমোজির ব্যবহার বেশি?

বছরজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজি’র পরিসংখ্যান প্রকাশ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সোমবার বিশ্ব ইমোজি দিবসে ওই পরিসংখ্যান প্রকাশ করা হয়। 

Advertisement

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, প্রত্যেক দিন গড়ে ৬ কোটি ইমোজির ব্যবহার হয়। এর মধ্যে পাঁচ কোটি ইমোজির ব্যবহার হয় ম্যাসেঞ্জারে। 

দেশভেদে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইমোজির পরিসংখ্যানও প্রকাশ করেছে ফেসবুক। এতে বলা হয়েছে, চোখের জলসহ লোল ইমোজিই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। 

দ্বিতীয় স্থানে আছে চোখে হৃদয়খচিত ইমোজি। তৃতীয় সর্বাধিক ব্যবহৃত ইমোজির জায়গা দখল করেছে চুম্বনরত ইমোজি। তবে ইমোজির এই ব্যবহার দেশভেদে ভিন্ন রকমের। 

Advertisement

ব্রিটেনে সর্বাধিক ব্যবহৃত ইমোজি লোল। যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ঘূর্ণায়মান লোল ইমোজি। তবে জার্মানি ও থাইল্যান্ডে স্বাভাবিক হাসির ইমোজিই বেশি ব্যবহার করা হয়েছে। 

স্পেন এবং ইতালি কিসিং ইমোজি, ব্রাজিল এবং মেক্সিকো চোখে হৃদয়খচিত ইমোজির বেশি ব্যবহার করেছে। 

এসআইএস/পিআর

Advertisement