দেশজুড়ে

দুদকের বিরুদ্ধেও অভিযোগ পাই : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের বিরুদ্ধেও অভিযোগ পাই। দুদকের লোকজন ঘুষ খেয়ে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়ে দেয়, ভয় দেখায়, দুর্ব্যবহার করে, ডেকে নিয়ে অহেতুক ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে। আমরা কোনো কিছুই লুকাই না। এখন আর কোনো কিছু লুকানোর সময় নেই। এখন জেগে ওঠার সময়। 

Advertisement

মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা: দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক চায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা আইন-কানুন, বিধি-বিধান, নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক। তাহলে অভিযোগও উঠেবে না, মামলাও হবে না। কারন দুর্নীতির মামলা হচ্ছে ক্যান্সারের মতো। এর কোনো শেষ নেই। দুর্নীতি মামলার কারণে নিজের জীবন, সম্পত্তি, একটি পরিবার, একটি বংশ ধ্বংস হয়ে যায়। 

ইকবাল মাহমুদ বলেছেন, আমরা মামলা করতে চাই না, আমরা চাই দুর্নীতি বন্ধে তাদের মধ্যে চেতনাবোধ জাগ্রত করতে। তাই বলে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে থাকবো তাও হবার নয়। এজন্য দুর্নীতির উৎসগুলো বন্ধ করতে চাই।

Advertisement

তিনি বলেন, দুদক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে চায়। দুর্নীতির উৎসগুলো বন্ধ করতে চায়। দুদক দুনীতি দমনের চেয়ে প্রতিরোধে বেশি মনযোগী হতে চায়। যারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তারা যেন সরকারি আইনকানুন ও নিয়ম নীতির মধ্যে ফিরে আসে আমারা সেটাই চাই। 

বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, বরিশাল মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, দুদকের বিভাগীয় পরিচালক মো. আক্তারুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম, পানি উন্নয়ন বোর্ড বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী এবং জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। 

সাইফ আমীন/আরএআর/পিআর

Advertisement