তথ্যপ্রযুক্তি

আইফোন ৮-এর ডিজাইন প্রকাশ

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কখনোই তাদের পরবর্তী স্মার্টফোনের বিস্তারিত তথ্য প্রকাশ করে না।সব সময় একটা গোপনীয়তা রক্ষা করেন তারা। আনুষ্ঠানিক উদ্বোধন করে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করে গ্রাহকদের চমকে দেয় অ্যাপল। তাই পরবর্তী স্মার্টফোনের তথ্যগুলো জানার জন্য বিভিন্ন তৃতীয় পক্ষের প্রকাশিত তথ্যের সহায়তা নিতে হয়। আর তাই অ্যাপলের নতুন সংস্করণ আইফোন ৮-এর বিভিন্ন ডিজাইন নিয়ে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গুজব।

Advertisement

আইফোন ৮-এর ডিজাইন কেমন হবে, নতুন কি কি সুবিধা থাকবে-এসব নিয়ে চলছিল বিভিন্ন গুজব। অবশেষে জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হল আইফোন-৮ এর নতুন ডিজাইন।

নতুন আইফোনের নকশা দেখে উচ্ছ্বসিত অ্যাপেল-প্রেমীরা। অন্য আইফোনগুলোর থেকে বেশ অনেকটাই অন্য রকম এর ডিজাইন। এই ফোনের নতুনত্বই নজর কেড়েছে গ্রাহকদের। তবে নতুন এই মডেলে ‘বেজেল’ সম্পূর্ণ বাদ দিয়েছে অ্যাপেল। ৫.৮ ইঞ্চি ‘স্ক্রিন টু বডি’ ডিসপ্লে থাকবে নতুন এই ফোনে। সঙ্গে থাকবে উচ্চমানের ফ্রন্ট ক্যামেরা এবং সেনসরও। আইফোন ৮-এর মডেলে ‘হরাইজন্টাল’ নয়, ‘ভার্টিকাল’ ভাবে বসানো হয়েছে ডুয়াল ব্যাক ক্যামেরা। থাকছে লাইটনিং পোর্টও। সম্ভবত নতুন এই মডেলে থাকবে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

উল্লেখ্য, চলতি বছর আইফোনের ১০ বছর পূর্তি পালন করবে অ্যাপল। এক দশক পূর্তি উপলক্ষে আইফোন নতুন কী নকশা আনবে তা নিয়ে তুমুল আগ্রহ ছিল জনমনে।

Advertisement

এআরএস/জেআইএম