উপ-রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সোমবার সন্ধ্যায় বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে নরেন্দ্র মোদির দল ভেঙ্কাইয়া নাইডুকে উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। ভেঙ্কাইয়া নাইডু কেন্দ্রীয় সরকারের তথ্য, সম্প্রচার ও নগর উন্নয়নমন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
Advertisement
উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামি ৫ আগস্ট। এর আগেই সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হয়েছেন গোপাল কৃষ্ণ গান্ধী। তিনি মনোনয়নপত্র জমা দেবেন আগামি মঙ্গলবার।
ধারণা করা হচ্ছে, নির্বাচনে সুবিধাজনক অবস্থানে থাকবেন বিজেপির প্রার্থী। সেদিক দিয়ে ভেঙ্কাইয়া নাইডুর কপাল প্রসন্ন বললে ভুল হবে না। তিনিই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি।
সোমবার ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ জুলাই। ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন ২৫ জুলাই। ইতোমধ্যেই চাউর হয়েছে, বিজেপির প্রার্থী রাম নাথ কোবিন্দ ৬২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন।
Advertisement
কেএ/আরআইপি