দেশজুড়ে

ফুলগাজী উপনির্বাচন : ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।প্রার্থিতা প্রত্যাহারকৃত ছয়জন হলেন- আওয়ামী লীগের শেখ আবদুল্লাহ, হারুনুর রশিদ মজুমদার, মো. মজিবল হক, বিএনপির নেতা গোলাম রসুল মজুমদার, সেলিনা আক্তার ও জামাল উদ্দিন মজুমদার। গত ৩১ আগস্ট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৩ সেপ্টেম্বর বাছাইকালে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।এখন শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে রইলেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগ-সমর্থিত আবদুল অলিম, বিএনপি-সমর্থিত কারাবন্দী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম।ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে তিন জন প্রার্থী নির্বাচনী লড়াইতে রয়েছেন। ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement