আইন-আদালত

হজযাত্রীকে ‘মৃত’ দেখানো ওসিকে হাইকোর্টে তলব

জীবিত হজযাত্রীকে পুলিশ প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনার ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আ্গামী ২৩ জুলাই হাইকোর্টে সশরীরে হাজির হয়ে ওসিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Advertisement

একই সঙ্গে রুল জারি করেছেন আদালত। রুলে পুলিশ প্রতিবেদনে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়, আইজিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার ও আখাউড়া থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মো. কায়সার জাহিদ ভূঁইয়া। তিনি বলেন, আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঁইয়ার চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুন ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ প্রতিবেদনে তাকে মৃত দেখানো হয়। পরে তিনি এ বিষয়ে রিট করেন। 

Advertisement

সোমবার ওই ঘটনায় আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে তলব করে রুল জারি করেন।

এফএইচ/এমএআর/পিআর