আন্তর্জাতিক

অভিবাসীদের পাশে দাঁড়াতে বিশ্বসম্প্রদায়ের প্রতি পোপের আহ্বান

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্ববান জানিয়েছেন। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আমি অনেক দিন থেকেই শুনে আসছি বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জে এখনও হাজার হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা দিনের পর দিন ভাসছে। খবরগুলো আমাকে কাঁদায়, কষ্ট দেয়।  ফ্রান্সিস আরো বলেন, বিশ্বমানবতা আজ চরমভাবে নিচে নেমে গেছে। তাই এদের উদ্ধারে এত দেরি হচ্ছে। আমি এই সব অভিবাসীদের নিয়ে খুবই উদ্বিগ্ন। তাই বিশ্বসম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি দয়াকরে আপনারা এদের পাশে দাঁড়ান।প্রসঙ্গত, গত সপ্তাহে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সাগরে ভাসমান অভিবাসীদের সাময়িক আশ্রয়দানের ব্যাপারে একমত হয়েছে। জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত ১ হাজার সাত’শ ইন্দোনেশিয়ায় এবং মালয়েশিয়ায় ১ হাজার একশজন অভিবাসী এই সব আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে। জেআর/এআরএস/এমএস

Advertisement